BOOK DETAILS
Book Name : Kalpo Bigganer Golpo | কল্প বিজ্ঞানের গল্প
Author Name : Leela Majumdar - লীলা মজুমদার
Book Category : Science Fiction
Book Language : Bengali
Book Pages : 161 Pages
Book Size : 4.91 MB
About Book :
কল্প বিজ্ঞানের গল্প বইটি লীলা মজুমদারের বাংলা ভাষায় লেখা ১৪ টি কল্প বিজ্ঞানের গল্পের সংকলন। বিজ্ঞান কল্পকাহিনী আধুনিক কল্পকাহিনীমূলক সাহিত্যের একটি বিশেষ ধারা, যাতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয়। ভবিষ্যতের বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার এবং মানব সভ্যতার পটভূমি সহ আধুনিক কথাসাহিত্যের একটি অনন্য ঘরানা হল কল্প বিজ্ঞান।
এই বইতে আছে-
- আকাশ ঘাঁটি
- লে
- একটি আষাঢ়ে গল্প
- বরাহের দাঁতের মালা
- পেটেন্ট
- সিলিকন
- সিঁড়ি
- চাকর
- শূন্য
- অতিকায়
- হরিপন্ডিত
- তদন্ত
- শব্দ
- লিম্বো সাহেবের পেশা
Read Online or Download Link : Kalpo Bigganer Golpo | কল্প বিজ্ঞানের গল্প
লেখক সম্পর্কে: লীলা মজুমদার
লীলা মজুমদার (ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭) একজন ভারতীয় বাঙালি লেখিকা। তিনি কলকাতার রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান (বিবাহপূর্ব নাম লীলা রায়)। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (যাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়) ছিলেন প্রমদারঞ্জনের ভাই এবং লীলার কাকা। সেইসূত্রে লীলা হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি।
লীলার বাল্যজীবন কাটে শিলঙে যেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী পরীক্ষায় তিনি ইংরাজীতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। তিনি বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্যরচনা ইংরাজী থেকে বাংলায় অনুবাদও করেন।
তাঁর প্রথম গল্প লক্ষ্মীছাড়া ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৬১ সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনর্জীবিত করলে তিনি ১৯৬৩ থেকে ১৯৯৪ অবধি সাম্মানিক সহ-সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৯৪-এ তার স্বাস্থ্যের অবনতির জন্য অবসর নেন। তার সাহিত্যিক জীবন প্রায় আট দশকের।
তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল:
- হলদে পাখির পালক
- টং লিং
- পদি পিসীর বর্মী বাক্স
- সব ভুতুড়ে
পাকদণ্ডী নামে তার লেখা আত্মজীবনীতে তার শিলঙে ছেলেবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে।
তার প্রথম আত্মজীবনী 'আর কোনখানে'-এর জন্য ১৯৬৯ খ্রিষ্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান।
No comments:
Post a Comment